তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরে লাইটার জাহাজে পণ্য পরিবহনে জাহাজ ভাড়া করা, তার অবস্থান জানা, পণ্য বিক্রি করার মতো সব সুবিধা যাত্রা শুরু করলো দেশের প্রথম মোবাইল অ্যাপ ‘জাহাজী’।
গতকাল রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে অ্যাপটির উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দেশে নৌরুটে পণ্য পরিবহন সহজ করতে এবং খাতটিকে ডিজিটালাইজেশনের মাধ্যমে অন্য খাতের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে কাজ করবে জাহাজী।
আপাতত গুগল প্লে-স্টোর থেকে এ্যাপটি ডাউনলোড করে যে কোন এ্যানড্রয়েড মোবাইলে ব্যবহার করা যাবে। খুব শিগগিরই আসছে আইফোন ভার্সনটিও।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাহাজী লিমিটেডের সভাপতি বাহাউদ্দীন রূপক ও জাহাজী লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা অভিনন্দন জোতদার, জাহাজ মালিক ইফতেখার আলী মনা এবং ক্রেতাদের পক্ষ থেকে চায়নিজ প্রতিষ্ঠান সি এইচ ডাব্লিউ ই এর অফিস অ্যাডমিন মি. ওয়াং।