রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এনআরবি গ্লোবাল ব্যাংকের ৭টি ইসলামিক ব্যাংকিং উপ শাখার উদ্বোধন

প্রকাশঃ

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ১৩ ডিসেম্বর, ২০২০ তারিখে ঐতিহ্যবাহী ঢাকার মাদারটেকের চৌরাস্তায়, কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে, চট্টগ্রামের মহাজন হাটে, যশোরের মোড়লী মোড়ে, গাজীপুরের নাগরীতে, নোয়াখালীর খলিফার হাটে এবং খুলনার ডুমুরিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ৭টি ইসলামিক ব্যাংকিং উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।। প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপশাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

এনআরবি গ্লোবাল ব্যাংক ইসলামিক ব্যাংকিং শাখা এবং চলমান শাখাগুলোর মধ্যে থেকে ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর মাধ্যমে কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। এনআরবি গ্লোবাল ব্যাংক খুব শীঘ্রই পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রুপান্তর হতে যাচ্ছে। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ