বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি’র গ্রুপ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে মোহাম্মদ নাজমুল হোসেন-এর যোগদান

প্রকাশঃ

মোহাম্মদ নাজমুল হোসেন সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর গ্রুপ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি মধুমতি ব্যাংক লিমিটেড-এ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রাইম ব্যাংক লিমিটেডেও ভারপ্রাপ্ত চীফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অডিট সুপারভাইজর হিসেবে বিভিন্ন ব্যাংক, ম্যানুফ্যাক্চারিং, টেলিকম ও বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।

তিনি ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএবি)-এর একজন ফেলো চার্টার্ড একাউন্ট্যান্ট (এফসিএ) এবং তিনি কেপিএমজি বাংলাদেশ (রহমান রহমান হক) থেকে চার্টার্ড অ্যাকাউন্টোস প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি ন্যাশনাল সেন্টার ফর সাসটেইনেবিলিটি রিপোর্টিং, জাকার্তা, ইন্দোনেশিয়া – গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) এর একটি প্রত্যায়িত প্রশিক্ষণ অংশীদার – কর্তৃক প্রদত্ত সার্টিফাইড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট (সিএসআরএস) হিসেবেও যোগ্য। নাজমুলের ১৫ বছরের বেশি সময় বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস্ ও ফাইন্যান্স বিভাগে কাজের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম-এ বিবিএ ও এমবিএ ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিজীবণে, তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ