মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২’-এ ভূষিত হয়েছে। দেশের প্রথম সোশ্যাল মিডিয়া কার্ড চালু করার জন্য এমটিবি নিউ ক্যাটাগরি ২০২১-২০২২ বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য এই স্বীকৃতি অর্জন করেছে।
বাংলাদেশ সরকারের “স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১”-এর প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার লক্ষ্যে, মাস্টারকার্ড সম্প্রতি “টুওয়াার্ডস এ স্মার্ট ট্রান্সফরমেশন” থিম কে কেন্দ্র করে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন রেস্টুরেন্টে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২’-এর আয়োাজন করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী, টিপু মুনশি, এমপি-এর কাছ থেকে সম্মানজনক পুরস্কারটি গ্রহণ করেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহ্বুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন। অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, মোঃ খুরশীদ আলম। অন্যান্যদের মধ্যে, মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার, বিকাশ ভার্মা ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ মাস্টারকার্ডের পার্টনার ব্যাংক, ফিনটেক এবং মার্চেন্টস পার্টনারদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।