মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় সম্প্রতি সেন্টার ফর রিহ্যাবিলেশন অব দ্য প্যারালাইজড্ (সিআরপি)-কে একটি আধুনিক সুবিধা সম্বলিত এ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে। এমটিবি’র মোঃ বখতিয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার সিআরপি’র নির্বাহী পরিচালক ডঃ মোহাম্মদ সোহ্রাব হোসেন-এর হাতে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। অনুষ্ঠানটি ঢাকার সাভারে অবস্থিত সিআরপি-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিআরপি-এর শাহ্ মোঃ আতাউর রহমান, প্রশাসনিক প্রধান, মোঃ মিজানুর রহমান, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, মোঃ মাহেদুল ইসলাম, ম্যানেজার, রিসোর্স মোবিলাইজেশন, গ্র্যান্ট অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট ও মোহাম্মদ শাহীন, ম্যানেজার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং এমটিবি’র উসমান রাশেদ মুয়ীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আজম খান, হেড অব কমিউনিকেশনস্ ডিপার্টমেন্ট, মোহাম্মদ সিরাজুল ইসলাম, হেড অব ক্রেডিট এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও মামুন-উর-রশিদ, ব্যবস্থাপক, সাভার ব্রাঞ্চ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
এই উদ্যোগটির মাধ্যমে এমটিবি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর ৩ গোলটি অর্জনে সহযোগি হিসেবে কাজ করতে চায়। এমটিবি তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আকাক্সক্ষা নিয়ে এই ধরনের সিএসআর কার্যক্রম অব্যাহত রেখেছে।