মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি’র সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরী ত্রাণ সামগ্রী প্রেরণ

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায়, সম্প্রতি সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে জরুরী ত্রাণ সামগ্রীসহ ত্রাণ বহর প্রেরণ করেছে। গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো এবং মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক-কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীসহ ত্রাণ বহর সিলেটের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে উপস্থিত ছিলেন। এসময় মোহাম্মদ নাজমুল হোসেন, গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা, মোঃ শামসুল ইসলাম, হেড অব ট্রেজারি ডিপার্টমেন্ট এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, এমটিবি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রায় ১,০০০ পরিবারের জন্য ১০০০ বস্তা প্রেরণ করা হয় যাতে রয়েছে চাল, ডাল, আলু, তেল, লবণ, মুড়ি, মসলা, পেঁয়াজ, লাইটার, শিশুদের জন্য দুধ এবং স্যানিটারি ন্যাপকিন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ