শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি ফাউন্ডেশনের ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৩’ উদযাপন

প্রকাশঃ

‘আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৩’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি এবছরের প্রতিপাদ্য ‘জনকল্যাণে বিনিয়োগ করি, শিক্ষাকে অগ্রাধিকার দিই’ উদযাপন করেছে। খুলনার টুটপাড়ায় ইউসেপ-এমটিবি ফাউন্ডেশন জোহারা সামাদ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, এমটিবি খুলনা শাখার শাখা ব্যবস্থাপক, জি.এম. নজরুল ইসলাম এবং ইউসেপ-এমটিবি ফাউন্ডেশন জোহারা সামাদ টেকনিক্যাল স্কুল, খুলনা-এর হেড অব টেকনিক্যাল স্কুল, নিয়াজ ফাতেমা সিদ্দিকার উপস্থিতিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বিশেষ এই দিবসটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় সম্পর্কিত একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় যেখানে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে। দিনটি উদযাপনের অংশ হিসেবে, বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। কর্মসূচির অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন কর্তৃক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি প্রীতি ভোজের আয়োজন করা হয়।

এমটিবি ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে থাকে। এর ফলে বিভিন্ন শিল্পে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ