দেশের স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখার অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন, কাসেম ফাউন্ডেশনের সহযোগিতায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নে ‘আইসাইট রেস্টোরেশন ক্যাম্প’ শীর্ষক একটি প্রকল্পের উদ্বোধন করে। প্রকল্পটির উদ্বোধন করেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী । এ সময় আরও উপস্থিত ছিলেন এমটিবি রংপুর শাখার ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার, মোঃ আখতারুল করিম এবং এমটিবি ফাউন্ডেশন-এর অ্যাসোসিয়েট, গোলাম রাব্বানী ।
ক্যাম্পে সুবিধাবঞ্চিত বিপুল সংখ্যক মানুষের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা, চক্ষু পরীক্ষা, ওষুধ বিতরণ, চশমা প্রদান এবং ছানি অপারেশন, টেরিজিয়াম, ডিসিআর ও ডিসিটি সার্জারির মতো চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক সেশনও আয়োজন করা হয়। চলতি বছর রংপুর বিভাগের অন্যান্য এলাকাতেও এই ধরনের আরও ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এমটিবি ফাউন্ডেশন-এর ‘আইসাইট রেস্টোরেশন ক্যাম্প’-এর উদ্বোধন মিঠাপুকুর, রংপুরে

- ট্যাগ
- এমটিবি ফাউন্ডেশন
পূর্ববর্তী নিবন্ধ