বুধবার, ৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি ফাউন্ডেশন কর্তৃক ‘নিলুফার মঞ্জুর মেমোরিয়াল স্কলারশিপ’ চালু

প্রকাশঃ

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি দেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নিমিত্তে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও সানবীমস্ স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, প্রয়াত নিলুফার মঞ্জুরের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সাথে যৌথ প্রয়াসে ‘নিলুফার মঞ্জুর মেমোরিয়াল স্কলারশিপ’ চালু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে, প্রফেসর ড. আব্দুল্লাহ্ ফারুক মাল্টিপারপাজ হলে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই যৌথ উদ্যোগের মাধ্যমে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ৩৪ জন উপযুক্ত শিক্ষার্থীকে (১৬ জন ছাত্রী ও ১৮ জন ছাত্র) এক বছরের জন্য মাসিক ভিত্তিতে আর্থিক অনুদান প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী গেস্ট অব অনার এবং ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মালেক বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ, এমটিবি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সিইও, সামিয়া চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডীন (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মুয়ীন এবং মার্কেটিং বিভাগের প্রফেসর ড. রাজিয়া বেগম এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমটিবি ফাউন্ডেশন বিশ্বাস করে, শিক্ষা মানুষের ক্ষমতায়ন এবং জীবন পরিবর্তনে অবদান রাখে; শিক্ষাবিদরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত নির্মাণে শক্তিশালী ভিত্তি গড়তে সহযোগিতা করে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ