সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এলএনজি আমদানির শর্ত প্রণয়ন হচ্ছে

প্রকাশঃ

বেসরকারি খাতে এলএনজি আমদানির জন্য কিছূশর্ত তৈরি হচ্ছে।এই শর্তগুলো পূরণ করেই কেবল  দেশের শিল্পপতি ব্যবসায়ীরা এলএনজি আমদানি করতে পারবে এবং তা নিজশ্ব শিল্প কারখানায় ব্যবহার ছাড়াও  পেট্রোবাংলা অথবা যে কারও কাছে বিক্রিও করতে পারবেন। এলএনজি আমদানি ক্ষেত্রে শর্তগুলো অবশ্যই পালন করলেই কেবল তিনি লাইসেন্স পাবেন। কোন কারণে শর্ত ভঙ্গ করলে  তার লাইসেন্স বাতিল করার ক্ষমতা রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সংশ্নিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উক্ত সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় এলএনজি আমদানির জন্য একটি খসড়া নীতিমালা প্রনয়ন করা হয়। এর পর খসড়াটি অর্থ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ অন্যান্য সংস্থায় পাঠানো হয়। মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামতের ভিত্তিতেই নীতিমালাটি চূড়ান্ত করা হবে।

এরই মধ্যে সরকারি উদ্যোগে  এলএনজি আমদানি শুরু হয়েছে। এ জন্য মহেশখালীতে সাগরে টার্মিনাল বসানো হয়েছে যা এলএনজিকে প্রাকৃতিক গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়ি ও বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করা হচ্ছে। দেশে যেভাবে বাসাবাড়ী ও শিল্পকারখার বাড়ছে তাতে  সরকারের একার পক্ষে গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব নয়। এ জন্য বেসরকারি ভাবেও এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশীয় শিল্প প্রতিষ্ঠান সামিট গ্রুপ একটি ল্যান্ডবেজড এলএনজি টার্মিনাল করার উদ্যোগ নিয়েছে।

এদিকে, বেসরকারি খাতের কিছু বড় শিল্প প্রতিষ্ঠানও এরই মধ্যে এলএনজি আমদানি করে সরবরাহ ও বাজারজাতের আগ্রহ প্রকাশ করে সরকারের কাছে আবেদন করেছে। কিন্তু এ সংক্রান্ত নীতিমালা না থাকায় এলএনজি আমদানি করে রিগ্যাসিফাইড এলএনজি নিজস্ব বিদ্যুৎকেন্দ্র বা শিল্প প্রতিষ্ঠানে ব্যবহারের অনুমোদন দিতে পারছে না সরকার। এই পরিপ্রেক্ষিতে বেসরকারি পর্যায়ে এলএনজি আমদানি নীতিমালা-২০১৮-এর খসড়া প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

Most Accurate 500-452 Vce Dumps For Core and WAN Systems Engineer, Enterprise Networks Architecture Systems Engineer

Ruijuan enthusiastically welcome, the left a Zhen total right Zhen total, Cisco 500-452 Vce Dumps only gossip did not mention the truth, Zhen asked, let s do the formalities. Words filled Core and WAN Systems Engineer, Enterprise Networks Architecture Systems Engineer 500-452 with sincere, happy, sweet and infatuated, like a http://www.passexamcert.com/500-452.html romantic girl recounts her first Cisco 500-452 Vce Dumps love story, a bit tweaked a bit shy. The white swan is victorious and the wetland is preserved.He was extremely fortunate that he did not make the Cisco 500-452 Vce Dumps wicked act of betraying the White Swan, though his Enterprise Networks Core and WAN fundraising still had no final result, but his soul was saved. Oh, you say Wu Chang mahjong Pavilion, wronged good people, and the city Cisco 500-452 Vce Dumps should be sealed. He said, or not.Your mother is 500-452 Vce Dumps not full five seven , did not go through the door son, can not live in our home.

Xiaofeng, I believe that I am not a watery Yanghua, Cisco 500-452 Vce Dumps I have two boats on my feet. You are a bastard, what Cisco 500-452 Vce Dumps do you do now, you can Core and WAN Systems Engineer, Enterprise Networks Architecture Systems Engineer 500-452 ruin me Axiang painfully cried, through the Enterprise Networks Core and WAN wall corridor, awakened us to the neighbors, and everyone rushed over. However, perhaps there is no fair word in the young people s love dictionary. He turned the sound on, and 500-452 Vce Dumps a strong disco music filled the carriage. Li Wei s most important thing is that this is one of the most upscale and government supported residential communities in Beijing. Seeing Li Cisco 500-452 Vce Dumps Wei, she stared blankly and squatted there.

500-452 Vce Dumps The tall nose Cisco 500-452 Vce Dumps is black and the big eyes are wide. http://www.testkingdump.com We envisage a bed and a wardrobe Enterprise Networks Core and WAN inside, and use a curtain to separate an office area from two thirds of the room. The child was exhausted and Cisco 500-452 Vce Dumps said, Do not Core and WAN Systems Engineer, Enterprise Networks Architecture Systems Engineer 500-452 ask anything, Cisco 500-452 Vce Dumps please accompany me to see a doctor.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ