বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এ পর্যন্ত ২০৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌছেছেন

প্রকাশঃ

গত ৫ জুন থেকে ৯ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২ হাজার ৩৫ জন হজযাত্রী কে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। গত ৩ জুন চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে আজ বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টা ১০ মিনিটে ৪০৯ জন হজযাত্রী নিয়ে বিজি৩০০৯ ফ্লাইট ঢাকা ছেড়েছে। এর আগে ৫ জুন ৪১০ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। এ ছাড়া ৬ জুন ৪০৬ জন, ৭ জুন ৪০৫ জন এবং ৮ জুন ৪০৫ জন হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দিয়েছে বিমান।

এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ হিসাবে ২৮ হাজার ৭৯৩ জনকে পরিবহন করবে বিমান। হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমান প্রি-হজে ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ৬৫টি ও পোস্ট-হজে ১৪ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৬৫টি করে মোট ১৩০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। বিমানের প্রি-হজ ও পোস্ট-হজ উভয় ফ্লাইটের ক্ষেত্রেই ৬৫টি ফ্লাইটের ৫১টি জেদ্দায় ও ১৪টি মদিনায় পরিচালিত হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ