বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ওরিয়ন গ্রুপকে সিন্ডিকেট ঋণ প্রদান করবে রাষ্ট্রায়ত্ব দুই ব্যাংক যার লীড এরেঞ্জার অগ্রণী ব্যাংক

প্রকাশঃ

দেশের বিদ্যুৎ খাতে প্রথম বারের মত বেসরকারি উদ্যোগে মুন্সিগঞ্জের গজারিয়ায় ২৫ বছর মেয়াদে আইপিপি সিস্টেমে কয়লা ভিত্তিক ৬৩৫ মেগাওয়াট (নেট) বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পরিবেশবান্ধব আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়ন করছে ওরিয়ন গ্রুপভুক্ত ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড।
সিন্ডিকেশন ব্যবস্থার আওতায় মোট ৯৬২২.৪৩ কোটি টাকা প্রকল্প ব্যয়ের বিপরীতে স্থানীয় মুদ্রার ফান্ডেড ঋণ ও নন-ফান্ডেড সুবিধার আওতায় এসবিএলসি ইস্যুসহ অন্যান্য ব্যবস্থাপনায় বৈদেশিক ঋণের মাধ্যমে মোট ৭৪৯৭.৯৪ কোটি টাকার ফান্ড রেইজ (Fund Raise) করণে লীড এ্যারেঞ্জার ও এজেন্ট ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে অগ্রণী ব্যাংক লিমিটেড। এছাড়াও সিন্ডিকেট সদস্য হিসেবে এ প্রকল্পে অর্থায়ন করছে রাষ্ট্রায়াত্ত্ব জনতা ব্যাংক লিমিটেড।

এ উপলক্ষে ১ নভেম্বর রাষ্ট্রয়াত্ত্ব ০২ (দুই) ব্যাংক এবং ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড ও “সিন্ডিকেশন প্রজেক্ট লোন ফ্যাসিলিটি এগ্রিমেন্ট” এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোঃ আব্দুছ ছালাম আজাদ, ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম ও অন্যান্য পরিচালকগণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শাখার মহাব্যবস্থাপক মোঃ সামসুল হক সহ রাষ্ট্রায়াত্ত্ব ০২ (দুই) ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এবং ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড এর সংশ্লিষ্ট প্রকৌশলী ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য প্রকল্পটি আগামী জুলাই, ২০২৩ সালে ৬৩৫ মেগাওয়াট (নেট) বিদ্যুৎ জাতীয় গ্রীডে সংযুক্ত হবে আশা করা যায়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ