মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গত জানুয়ারি ২১, ২০২১ তারিখে কক্সবাজার বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে এমটিবি গ্রাহকদের জন্য অত্যাধুনিক সেবা সম্বলিত এমটিবি এয়ার লাউঞ্জ-এর উদ্বোধন করেছে। এমটিবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক, সৈয়দ মঞ্জুর এলাহী ভারচুয়ালি লাউঞ্জটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এমটিবি’র বোর্ডের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান এবং পরিচালক, মোঃ হেদায়েত উল্লাহ লাউঞ্জটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন কক্সবাজার পৌরসভার মেয়র, মুজিবর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এমটিবি ইতোমধ্যে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে, ঢাকা, শাহ্ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ও ওসমানি আর্ন্তজাতিক বিমানবন্দর, সিলেট-এ তিনটি এয়ার লাউঞ্জ-এর উদ্বোধন করেছে।
অন্যান্যদের মধ্যে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান এবং মোঃ আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার বিমানবন্দরের এয়ারপোর্ট ম্যানেজার এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কক্সবাজার বিমানবন্দরের এয়ারপোর্ট ম্যানেজার, মোঃ আব্দুল্লাহ আল ফারুক তাঁর বক্তব্যে এমটিবি’র এই উদ্যোগকে অভিনন্দন জানান এবং বিমান বন্দরে যাত্রীদের এই ধরনের সেবা দেয়ার জন্য এমটিবি’র প্রতি সন্তোষ প্রকাশ করেন। এমটিবি’র পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং বোর্ডের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান তাঁর বক্তব্যে এমটিবি’র মানসম্মত সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করে বলেন, ‘এমটিবি আজ বিশ্বমানের আধুনিক সুবিধাসম্বলিত ও গ্রাহকবৃন্দের পছন্দের ব্যাংকে পরিণত হয়েছে ব্যাংকের সন্মানীত গ্রাহকদের চলমান সহযোগিতার মাধ্যমে।’