বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কনটেইনার জট কমাতে চট্রগ্রাম বন্দরে ‘কনটেইনার ট্রান্সপোর্ট ট্র্যাক’ স্থাপন

প্রকাশঃ

চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমাতে মাটির ওপরে শূন্যে ‘কনটেইনার ট্রান্সপোর্ট ট্র্যাক’ স্থাপন করতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ’ঈগল রেল’। কনভেয়ার বেল্টের মতো এই ট্র্যাক মাটির ওপর দিয়ে কনটেইনার নিয়ে যাবে গন্তব্যে। ফলে বন্দরে কনটেইনার স্থানান্তরের গতি ১৫-২০ গুণ বাড়বে বলে আশা করছে মার্কিন এই কোম্পানিটি।

’ঈগল রেল’ বলছে, তারা বিশ্বের উন্নত বন্দরগুলোতে এ প্রযুক্তি সুবিধা স্থাপন করছে। অনেকটা ক্যাবল কারের মতো, চল্লিশ-পঞ্চাশ ফুট মাটির ওপরে স্টিল স্ট্রাকচারের ট্র্যাক স্থাপন করা হবে, যা দিয়ে কনটেইনার স্থানান্তর করা যাবে। এর ফলে বন্দরে আর মালবাহী ট্রাক আসা-যাওয়ার প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানিটি সম্প্রতি চট্টগ্রাম বন্দরে এ ধরনের অবকাঠামো সুবিধা স্থাপনের আগ্রহ প্রকাশ করে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি লিখেছে। ওই চিঠিতে তারা তাদের কার্যক্রম খতিয়ে দেখার জন্য বাংলাদেশের প্রতিনিধি দলকেও যুক্তরাষ্ট্রে যাওয়ার নিমন্ত্রণ জানিয়েছে।

কোম্পানিটি বলছে, বর্তমানে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে প্রচলিত পদ্ধতিতে ঘণ্টায় সর্বোচ্চ ২০ টিইইউএস কনটেইনার স্থানান্তর করা যায়। কিন্তু তাদের প্রযুক্তি ব্যবহার করা হলে ঘণ্টায় ৩০০ টিইইউএস কনটেইনার স্থানান্তর করা যাবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মার্কিন কোম্পানি ঈগল রেলের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। তারা কনটেইনার পরিবহনে বন্দরের সক্ষমতা বাড়াতে চায়। কোম্পানিটি বলছে, ‘কনটেইনার ট্রান্সপোর্ট ট্র্যাক’ স্থপনের ফলে বন্দর থেকে আর ট্রাকে করে কনটেইনার পরিবহনের প্রয়োজন পড়বে না। তারাই বে-টার্মিনালে কনটেইনার নিয়ে যাবে। এতে বন্দরের জট অনেকটা হ্রাস পাবে।

সূত্র জানায়, আমেরিকান কোম্পানি ‘ঈগল রেল’ এর কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে বেশ কয়েকবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে গেছেন। তারা কনটেইনার ট্রান্সপোর্ট ট্র্র্যাক স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেছেন। কোম্পানিটি প্রাথমিকভাবে বন্দরের ইয়ার্ড থেকে বে-টার্মিনাল পর্যন্ত ঈগল রেলের দুটি ট্র্যাক স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। এই দুটি ট্র্যাক দিয়ে বন্দরের কনটেইনার বে-টার্মিনালের ইয়ার্ডে নিয়ে যাওয়া হবে। ওখান থেকে সারা দেশে কনটেইনার সরবরাহ করা হবে।

Cisco 200-105 Exam Materials Covers All Key Points

She thought this layer can not Cisco 200-105 Exam Materials help but pessimism, she understood, whether it is 200-105 Exam Materials Zhen Yilong, or the minister, are treated as her own pet, not Cisco 200-105 Exam Materials by her personality, on the contrary in ICND2 200-105 Exam Materials the bottom of my heart, I do not know How to Cisco 200-105 Exam Materials spoil her scolding her bitch or something. Now I Interconnecting Cisco Networking Devices Part 2 (ICND2 v3.0) am rich, I am grateful to you and have nothing to do with me.Well, do not say it, that s it. Just in case, also wrote a testament like ICND2 200-105 document.She glanced indifferent Jia Cheng, warmheartedly said, I ll show you see, okay She did not say, the will executor, Cisco 200-105 Exam Materials commissioned you Lijia Cheng, I wonder if you agree Jia Cheng urgently to stop it, your privacy documents, I see inconvenient.

The rules of war, especially the long standing peacekeeping operations, are thick and big ones and their place in peacekeeping operations Cisco 200-105 Exam Materials is paramount. Do not approve nor speak, then kneel before the tomb of the old squad leader.Another night. Car, white ambulance, Cisco 200-105 Exam Materials ambulance for chinese peacekeeping force.Soldiers, soldiers wearing blue baseball caps, female soldiers of China s peacekeeping force or female soldiers My eyes widen Interconnecting Cisco Networking Devices Part 2 (ICND2 v3.0) They got off the car and smiled and came over and drank water. I do ICND2 200-105 not care if you criticize or Cisco 200-105 Exam Materials banish me.I do not believe that you did http://www.examscert.com/200-105.html not want to hook up with 200-105 Exam Materials different beautiful girls.

We http://www.testkingdump.com chatted all the way, across the banks of the riverbank.For the first time I had Interconnecting Cisco Networking Devices Part 2 (ICND2 v3.0) the leisurely look 200-105 Exam Materials at the scenery near this kobold brigade, really beautiful, and then I have not seen in any scenic tourist area. I am very happy to see a tease of Cisco 200-105 Exam Materials this gang of dog day brigade dog chief officer and NCO pleasure. The UN force we were participating in was UNPF as the Chinese translates into UNPROFOR , the full name of the Cisco 200-105 Exam Materials eagle language I forgot, or did not want to remembered , UN might have other forces of different kinds, I I do not know very well I said I was not a military fan, just doing my part. We arrived at a height of 1,500 meters, ICND2 200-105 which Cisco 200-105 Exam Materials is the height of basic training for parachutes. Then I lay so shivering with my right hand on the orchid.I smell the orchid in front of the nose.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ