দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫২ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৯০ হাজার ৫৩৩ জনের।
রোববার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে ১৪০টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় এক হাজার ৩৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। দেশে এ পর্যন্ত সরকারিভাবে ২৩ লাখ ৭৩ হাজার ৮০৯ ও বেসরকারিভাবে পাঁচ লাখ ৯৫ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় চার লাখ ৯০ হাজার ৫৩৩ জন শনাক্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২০ জনই ষাটোর্ধ্ব। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা হলো সাত হাজার ৫২ জনে।
আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন হাজার ৩৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় চার লাখ ২০ হাজার ৮৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন আর নারী আট জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, সিলেটে তিনজন এবং রংপুরে তিনজন রয়েছেন।