শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনাভাইরাসে মৃত্যুর মিছিল বাড়ছেই

প্রকাশঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। কোনো মতেই থামানো যাচ্ছে না এ মৃত্যুর মিছিল। গতকাল মঙ্গলবার চীনের হুবেই প্রদেশে ভাইরাসটিতে নতুন করে ৯৪ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে ১ হাজার ১১৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার পর্যন্ত চীনে ৪৪ হাজার ৬৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৫৬ মিলিয়ন মানুষ করোনাভাইরাস আতঙ্কে রয়েছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে।

মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ। এখন পর্যন্ত বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ