সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনার টিকা গ্রহন ছাড়া বাংলাদেশে আসা নিষেধ : বেবিচক

প্রকাশঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আকাশপথে চলাচলের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক )। নির্দেশনায় ২৭টি দেশের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তার মধ্যে ১১টি দেশ থেকে করোনার টিকা না নেওয়া থাকলে বাংলাদেশে আসা যাবে না।

গতকাল সোমবার (১৬ আগস্ট) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেবিচক । বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশন) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবীরের পক্ষ থেকে নির্দেশনাটি জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না করা পর্যন্ত এটি কার্যকর থাকবে।

বেবিচকের নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের টিকা না নিলে ১১টি দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না। দেশগুলো হলো—আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া ও স্পেন।

তবে এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকেরা দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। সে জন্য বাংলাদেশে এসে তাঁদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
বিজ্ঞাপন

বাকি ১৬টি দেশে থেকে করোনার পূর্ণ ডোজ টিকা না নিয়ে কেউ বাংলাদেশে এলে তাঁকে নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ দেশগুলো হলো ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পানামা, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও যুক্তরাজ্য।

এসব দেশে যাঁরা করোনার পূর্ণ ডোজ টিকা নিয়ে ১৪ দিন পার করেছেন, তাঁরা বাংলাদেশে এলে বাড়িতে গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

টিকা নেওয়া সত্ত্বেও বিমানবন্দরে কারও মধ্যে করোনার লক্ষণ কিংবা উপসর্গ দেখা দিলে তাঁকে নিজ খরচে হোটেল বুকিং করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

বাংলাদেশ থেকে বিশ্বের যেকোনো দেশে যাওয়া যাবে এ ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি বেবিচক।। তবে টিকা নেওয়া থাকলেও পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া-আসা করা যাবে। যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে।

১০ বছরের নিচের বয়সীদের করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ