করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যেসব উপকারভোগী পরিবারের ব্যাংক হিসাব নাই তাদের ১০ টাকা আমানতে নতুন হিসাব খুলে দিতে হবে। উপকারভোগী পরিবার যাদের মোবাইল ফোন নেই অথবা যাদের পক্ষে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু করা সম্ভব নয় তাদের জন্য জাতীয় পরিচয় পত্র তথ্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যায়ণ পত্রের ভিত্তিতে ১০ টাকা আমানতের হিসাব খুলে দিতে হবে। হিসাব ধারীদের চেক বই না থাকলে প্রয়োজনে ডেবিট ভাউচারের মাধ্যমে সহায়তার অর্থ প্রদানের ব্যবস্থা করতে হবে।
এছাড়া যদি কোনো উপকারভোগীর পূর্বেই কোনো ব্যাংক হিসাব খোলা থাকে তবে তা ব্যবহার করে প্রধানমন্ত্রী ঘোষিত সহায়তার অর্থ প্রদানের ব্যবস্থা করার নিদের্শ দেয়া হয়েছে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের।