সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনা বিস্তার রোধে কুয়েতের বিমান চলাচল স্থগিত ঘোষনা

প্রকাশঃ

চীনসহ করোনাভাইরাসের থাবা এখন সারা বিশ্বে। বিশ্বের দুই তৃতীয়াংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। করোনা বিস্তার রোধে প্রতিটি দেশই তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। এরই ধারাবাহিকতায় কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদফতর বাংলাদেশসহ ৭টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত এবং শ্রীলঙ্কা। এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত থাকবে।

এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে গত দুই সপ্তাহ ধরে অবস্থান করছেন তাদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কুয়েতের নাগরিকরা এসব দেশ থেকে এলে কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ করে তাদের প্রবেশ করতে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ