শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

করোনা শনাক্তের হার প্রায় ৭ শতাংশ

প্রকাশঃ

করোনা শনাক্তের হার টানা চতুর্থ দিনের মতো প্রায় ৭ শতাংশ, নতুন শনাক্ত এক হাজারের বেশি। সেই সঙ্গে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় শনাক্তের হার প্রায় সাত শতাংশে গিয়ে পৌঁছেছে।

রবিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা) করোনাতে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯১ জন। আর এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। গতকাল (৮ জানুয়ারি) অধিদফতর এক হাজার ১১৬ জনের শনাক্ত আর এক জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

গতকাল শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৭৯ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ছয় দশমিক ৭৮ শতাংশ বলে জানাচ্ছে অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনের মধ্যে পুরুষ একজন আর নারী দুই জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৭০ জন আর নারী ১০ হাজার ১৩২ জন।

মৃতদের মধ্যে দুজনের বয়স ৬১ থেকে ৭০ বছর, আরকজনের বয়স ২১ থেকে ৩০। তিন জনের মধ্যে ঢাকা বিভাগের দুজন। একজন চট্টগ্রাম বিভাগের। তিন জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ