মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এনআরবিসি ব্যাংকে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশঃ

এনআরবিসি ব্যাংক পিএলসি. কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় হেলথ ক্যাম্পের আয়োজন করে। রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩ ব্যাংকের প্রধান কার্যালয়ে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া। ভারতের অনলাইনভিত্তিক হেলথকেয়ার সার্ভিস মেডর‌্যাবিটসের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে রেডিও থেরাপি এবং ক্যান্সার চিকিৎসা, রোবোটিক নি রিপলেসমেন্ট, লিভার ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ এবং বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। প্রধান কার্যালয়সহ সারাদেশের শাখা-উপশাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া বলেন, আমরা কর্মীদের শারীরিক ও মানষিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে থাকি। আমরা মনে করি, সুস্থ ও উদ্দ্যোমী কর্মীদের মাধ্যমে ব্যাংকের সার্বিক উন্নতি সম্ভব। করোনার সময় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা কর্মী ও গ্রাহকদের চিকিৎসা সেবা দিয়েছি। এছাড়া, জরুরি কাজে নিয়োজিতদের জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ