শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কলকাতায় বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি

প্রকাশঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮ উড়োজাহাজ ৪৫ জন যাত্রী নিয়ে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বিকল হয়ে পড়েছে। উড়োজাহাজটি নামার পরই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে।

ফিরতি ফ্লাইটে যাত্রীদের একটি এয়ারক্রাফটে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। তিনি বলেন, প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়েছেন।

বাংলাদেশ বিমান সূত্র জানায়, সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার বোম্বাডিয়া কোম্পানির তৈরি ৭৪ সিটের (ড্যাশ-৮ এজেডব্লিউ) উড়োজাহাজটি ৪৫ জন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে উড়্ড়য়ন করে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর ফিরতি ফ্লাইটটি আবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ করে ইঞ্জিনে সমস্যা ধরা পড়ে। পাইলট অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি। পরে বিষয়টি ঢাকায় জানানো হলে তখন ঢাকা থেকে ঢাকা-কলকাতা রুটে নিয়মিত চলাচলরত বোয়িং-৭৩৭ ফ্লাইট (বিজি-০৯৬) গিয়ে যাত্রীদের ঢাকায় নিয়ে আসে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ