কলকাতায় ৪৫তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কলকাতার সল্টলেক সেন্ট্রাল পার্কের ময়দানে বইমেলার উদ্বোধন করেন তিনি।
মমতা ব্যানার্জী বলেন, দুই বাংলার সম্পর্ক মধুর, দুই বাংলা এক সুতোয় বাঁধা, দুই বাংলার ভাষা, সাহিত্য ও সংস্কৃতি একই, কেউই এই সংহতি নষ্ট করতে পারবে না।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন তিনি।
বাংলাদেশের প্যাভিলিয়নে সাজানো হয়েছে বইমেলার প্রাঙ্গণ। মেলায় প্রায় ৬০০টি স্টল রয়েছে। লিটল ম্যাগাজিনের স্টল রয়েছে ২০০টি। এতে রাশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা ছাড়াও বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট লেখকরা অংশ নিয়েছেন।
মেলায় রাশিয়ার অংশ নেওয়ার বিষয়ে মমতা বলেন, এখানে রাশিয়ার স্টল আছে। যুদ্ধ হচ্ছে আমরা শান্তির পক্ষে, আলোচনার মাধ্যমে শান্তি আসুক, শান্তি আলোচনার পক্ষে ভারত এগিয়ে আসুক। এখানে বিক্ষোভ করবেন না।
করোনার কারণে দুই বছর মেলা না হওয়ায় এবার মানুষের আগ্রহ বাড়বে বলে মনে করেন বইমেলা কর্তৃপক্ষ। মেলার মূল মঞ্চে প্রতিদিনই থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।