বুধবার, ১লা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কার্ড চালু করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড

প্রকাশঃ

গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামী শরীয়াহ্ ভিত্তিক “ক্রেডিট কার্ড” চালু করেছে। ২৯ জুন ২০১৯ইং তারিখে রাজধানীর হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল লিমিটেড এ আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম শহীদুল ইসলাম উক্ত কার্ডের বিভিন্ন দিক এবং ব্যাংকের সার্বিক তথ্যচিত্র উপস্থিত সাংবাদিকদের সম্মূখে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহ্জাহান সিরাজ ও জনাব এম. আখতার হোসেন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা সিমু, কোম্পানী সচিব জনাব মোঃ আবুল বাশার, ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং কার্ড ডিভিশন এর প্রধান জনাব মারুফুর রহমান খান উপস্থিত ছিলেন।

ইসলামী শরীয়াহ্’র ওয়াকালাহ্ ধারণা অনুসরণ করে চালু করা হয়েছে শাহ্জালাল ব্যাংক ইসলামিক ক্রেডিট কার্ড যেখানে একজন গ্রাহক কোন ইস্যু ফি ছাড়া আন্তর্জাতিক মানের সেবা পেতে পারেন।

বিশ্বখ্যাত ভিসা’ ব্র্যান্ডের ডুয়েল কারেন্সি এই ক্রেডিট কার্ড “প্লাটিনাম, গোল্ড এবং ক্ল্যাসিক” ৩টি ক্যাটাগরীতে চালু করা হয়েছে। শাহ্জালাল ব্যাংক ইসলামিক ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকগণ লেনদেনের ঝামেলা এড়িয়ে স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন। EMI সুবিধাসহ কেনাকাটায় ও খাবারের বিভিন্ন আউটলেটে উল্লেখযোগ্য ডিসকাউন্ট সুবিধা পাবেন। আন্তর্জাতিক ভ্রমণে শাহ্জালাল ব্যাংক ইসলামিক ক্রেডিট কার্ড গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে। এছাড়াও হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বলাকা লাউঞ্জে প্লাটিনাম কার্ডহোল্ডারের জন্য রয়েছে আপ্যায়নের বিশেষ ব্যবস্থা। তাছাড়া ব্যাংকের ২৪/৭ সার্বক্ষণিক কার্ড সেবা কেন্দ্র গ্রাহকদের সেবায় নিয়োজিত থাকবে। এছাড়া, লেনদেনের জন্য রয়েছে রিয়েল টাইম EMI ও E-Alert সুবিধা যা গ্রাহকদের ট্রানজেকশন-কে সুরক্ষিত করবে। গ্রাহকদের আরো সুবিধা নিশ্চিত করার জন্য Reward পয়েন্ট এর মাধ্যমে কার্ডের বার্ষিক নবায়ন ফি মওকুফ ও বিভিন্ন আকর্ষণীয় গিফট ভাউচারের সুবিধা এবং লেনদেনের ভিত্তিতে কার্ডের বার্ষিক নবায়ন ফি মওকুফের সুবিধা রাখা হয়েছে। শাহ্জালাল ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহককে দিচ্ছে বীমা সুবিধা যা একজন গ্রাহকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে ব্যবহার করা হয়েছে EMV সার্টিফাইড চিপ ভিত্তিক VISA Dual Currency Credit কার্ড যা একজন গ্রাহকের কার্ডের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম শহীদুল ইসলাম ক্রেডিট কার্ড উদ্বোধনের পূর্বে তিনি ব্যাংকের সার্বিক তথ্যচিত্র তুলে ধরে বলেন, বর্তমানে এই ব্যাংকের ইকুইটি ২,৫৯৪ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৮৪৮.৫৬ কোটি টাকা, মোট সম্পদ ২৫,৬৮২.৪১ কোটি টাকা, মোট আমানত ও বিনিয়োগের পরিমাণ ৩৮,৪৩৬ কোটি টাকা। ২০১৯ সালের প্রথম ৬ মাসের আামদানি ও রপ্তানী বাণিজ্যের পরিমাণ ১৫,০০০ কোটি টাকা। সংগৃহীত রেমিটেন্স এর পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। বর্তমানে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা ৮,৪৭,৩৯৩ টি। আপনারা জেনে আনন্দিত হবেন যে, ক্রেডিট রেটিং এজেন্সী অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) এর রেটিং অনুযায়ী শাহ্জালাল ইসলামী ব্যাংকের সর্বশেষ ক্রেডিট রেটিং Long Term-G AA2 এবং Short Term-G ST-2।

এছাড়া তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানী ঢাকার গুলশান এভিনিউ-তে বেইজমেন্টসহ ১৭ তলা বিশিষ্ট নিজস্ব আধুনিক কর্পোরেট হেড অফিস ভবণ নির্মাণ করেছে। নির্মাণ শৈলীর বৈশিষ্ঠতার জন্য এ ভবনটি রাজধানীর অন্যতম আইকনিক বিল্ডিং। USGBC কর্তৃক Gold Certified এই ভবনটি ব্যাংকিং সেক্টরে প্রথম গ্রীন বিল্ডিং।

Oracle 1Z0-067 Demo

Listen http://www.passexamcert.com/1Z0-067.html it. Oh, that s it. We have something to say. Oh Tang Yan put on sunglasses 1Z0-067 Demo and immediately placed Oracle 1Z0-067 Demo himself in a gray, only Oracle 1Z0-067 Demo the low Oracle 1Z0-067 Demo sky was Upgrade Oracle9i/10g/11g OCA OR OCP to Oracle Database 12c OCP stuck in her sight like a patch. I told you Oracle Database 12c Administrator Certified Professional 1Z0-067 when you ate. Ye Green shrinks her neck.

I am very bored, leaves, you don t know, I am very stuffy What should I do, what should Upgrade Oracle9i/10g/11g OCA OR OCP to Oracle Database 12c OCP Oracle 1Z0-067 Demo I do She half faced her face, Oracle 1Z0-067 Demo her face was all wet with tears, her Oracle Database 12c Administrator Certified Professional 1Z0-067 tears Oracle 1Z0-067 Demo 1Z0-067 Demo still flowing, like never Oracle 1Z0-067 Demo ending River water. The child couldn t help 1Z0-067 Demo it anymore, laughing with her brother. Intuition tells me that you are a suitable candidate.

What s wrong I asked casually while driving, Unhappy Shuang your head ah You pouting you are not so much alert to me, it is not what I bought for you clothes, give you http://www.testkingdump.com more gifts to the men more Oracle 1Z0-067 Demo than a few clothes count what ah Oracle 1Z0-067 Demo Really have your car, but you did not answer him. This squad leader is also a Oracle Database 12c Administrator Certified Professional 1Z0-067 metropolitan soldier so is not so stingy, and he did indeed our brothers in front of 1Z0-067 Demo women and soldiers but also privacy right Moreover, there is nothing in the army building that can enter the army. Then overnight in Finland.Sauna I still rub later, but this wine is really not drank again. Finnish knives were inseparable.A status and status of the man wearing a red knife on Oracle 1Z0-067 Demo the waist wearing a Finnish knife, even more handsome, elegant, Finnish knives become the most eye catching accessories on clothing. A squadron was zero Oracle 1Z0-067 Demo before we came out, either by airborne or by plane or by road, by reconnaissance after the Blue Enemy to disrupt and harass the Upgrade Oracle9i/10g/11g OCA OR OCP to Oracle Database 12c OCP Air Force brothers and ground to Earth missile forces on important ground targets.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ