সোমবার, ১১ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কুড়িগ্রামের রৌমারীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২১৯তম শাখার শুভ উদ্বোধন

প্রকাশঃ

কুড়িগ্রামের রৌমারীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২১৯তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ্ আল-মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য ও থানা যুবলীগ সভাপতি মোঃ হারুন অর রশিদ, রৌমারী বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কদম আলী এবং কর্তিমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।

বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. এন. এম. মুফীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। রৌমারী শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ