যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালন উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খানের নেতৃত্বে ব্যাংকের পক্ষ হতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ এবং ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশব্যাপী সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।