শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এ পর্যন্ত মোট ৩৯ হাজার ৯৫৩ বাংলাদেশি হজযাত্রী মক্কায় পৌঁছেছেন

প্রকাশঃ

গতকাল শুক্রবার (১২ জুলাই) পর্যন্ত চলতি বছরে পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৩৯ হাজার ৯৫৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭৬৮ জন হজযাত্রীর সৌদি আরব পৌঁছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৪টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৫টিসহ মোট ১০৯টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার সরকারি হজযাত্রীদের দশম ফ্লাইট বিজি৩০২১ ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে সৌদি আরব সময় রাত ১টা ৪৩ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে বাংলাদেশি হজযাত্রীরা বাসযোগে ভোর ৫টায় মক্কায় গিয়ে পৌঁছান।

গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে এবং আগামী ৫ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট চলবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ