শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গভীর রাতে সাবেক প্রেমিকের সঙ্গে একই বাড়িতে দীপিকা

প্রকাশঃ

গভীর রাতে মুম্বাইয়ের একটি বাড়িতে ঢুকতে দেখা গেল দীপিকা পাড়ুকোন ও তার সাবেক প্রেমিক রণবীর কাপুরকে। রণবীর আগেই পৌঁছে গিয়েছিলেন সেখানে, পরে গাড়ি নিয়ে আসেন দীপিকা। এত রাতে রণবীর কাপুরের সঙ্গে দীপিকাকে দেখে অনেকেই অবাক। শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

তবে যে বাড়িতে দুজনকে দেখা গেল, ওই বাড়িটি আসলে আর কারও নয়, সেটি ছিল বলিউড পরিচালক লাভ রঞ্জনের বাড়ি। পরে দুজনকে এক সাথে দেখার কারনটাও অনুমান করা গেল।

ভারতীয় গণমাধ্যমে খবর, লাভ রঞ্জনের পরবর্তী ছবিতে জুটি বাঁধতে পারেন রণবীর ও দীপিকা। এর আগে ‘তামাশা’, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বাঁচনা এ হাসিনো’ ছবিতে দীপিকা ও রণবীর কাপুরের জুটি দর্শকদের মন কেড়েছে। তবে ব্যক্তিগত জীবনে রণবীর কাপুরের সঙ্গে দীপিকার প্রেম সফল না হলেও পর্দায় এই জুটিকে বেশ পছন্দ করেন দর্শকরা। সে কারণে বড় পর্দায় ফের একবার রোম্যান্স করতে দেখা যেতে পারে এই জুটিকে। দীপিকা-রণবীর ছাড়াও লাভ রঞ্জনের ছবিতে দেখা যেতে পারে অজয় দেবগণকে। যদিও লাভ রঞ্জনের ছবিতে একসঙ্গে জুটি বাঁধার বিষয়ে দীপিকা বা রণবীর কাপুর কেউ এখনও মুখ খোলেননি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ