বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গর্ভাবস্থায় যে সমস্ত খাবার এড়িয়ে চলবেন

প্রকাশঃ

প্রতিটি নারীর স্বপ্ন গর্ভে সন্তান ধারণ করা, মা হওয়া। এ জন্য গর্ভকালীন সময়টা তাদের জন্য বেশ আনন্দের। আবার সে সময়টা কিছুটা ঝুঁকিপূর্ণও। তাই নিজের এবং অনাগত সন্তানের জন্য সাবধান থাকতে হবে যেন কোনও ধরনের দুর্ঘটনা না ঘটে।

বিশেষ করে গর্ভপাতের মতো দুর্ঘটনা এড়িয়ে চলতে বেশকিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। গর্ভবতী নারীর খাবারের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয়।

এই সময় একজন নারী নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়। এক নতুন জীবন জন্ম দেওয়ার জন্যে নানা দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। যে আসছে তার ভালো থাকার জন্য নিজের ভালো থাকাটাও যে অনেক জরুরি। তাই গর্ভাবস্থায় ‍নিজের ক্ষতি করে-এমন বেশ কিছু খাবার এড়িয়ে যাওয়া উচিত।

এবার এসব খাবার সম্পর্কে একটু জেনে নেয়া যাক:

পেপে: কাঁচা পেঁপে গর্ভপাত ঘটাতে পারে। এতে ল্যাক্সাটিভ নামের একধরনের উপাদান থাকে যা আপনার মাতৃত্বের স্বাদ অকালেই নষ্ট করে দিতে পারে। এছাড়া পাকা পেপেতে থাকা বিচিও খুব বিপজ্জনক। তাই গর্ভকালীন সময়ে পেপে না খাওয়াই ভাল।

চিজ: চিজ অনেকেই খেতে ভালোবাসেন। কিন্তু আনপ্রসেসড চিজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কারণ এতে লিস্টেরিয়া নামক ব্যাক্টেরিয়া থাকে। একইভাবে নরম চীজে পানি বেশি থাকে, আর এতে করে ব্যাক্টেরিয়ার আক্রমণ বেশি হয়।

আনারস: আনারসে ব্রোমেলেইন নামক এক ধরনের উপাদান থাকে যা গর্ভবতী নারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এটা গর্ভপাত ঘটায়। বিশেষ করে গর্ভধারণের প্রথম তিন মাস আনারস খাওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই প্রথম তিন মাস অবশ্যই আনারস এড়িয়ে চলুন এবং সম্ভব হলে গর্ভকালীন পুরো সময়টা আনারস না খাওয়াই ভালো।

কাঁচা ডিম: কাঁচা ডিম বা হাফ সিদ্ধ ডিম গর্ভাবস্থায় খাওয়া যাবে না। একইভাবে প্রসেসড মিট বা রোস্ট খাওয়াকেও না বলতে হবে। এ ক্ষেত্রে টকসোপ্লাজমা ব্যাক্টেরিয়া শরীরের মধ্যে গেলে শরীরের ক্ষতি করতে পারে। তবে সমুদ্রের মাছ খাওয়া ভালো, এতে ওমেগা -৩ থাকে। তবে সেই মাছও খেতে হবে পরিমিত।

বাসি সালাদ: সবুজ সালাদ স্বাস্থ্যের পক্ষে উপকারী। অবশ্যই সালাদ খান কিন্তু কখনোই অনেক আগের কেটে রাখা সালাদ খাওয়া যাবে না। তাই বাইরের কাটা সালাদকে এখন এড়িয়ে চলতে হবে। অনেক আগের কাটা সালাদে লিস্টেরিয়া প্যারাসাইট থাকে।

ধূমপান ও মদ্যপান: যেকোনো ধরনের নেশাকে না বলতে হবে। ধূমপান বা অ্যালকোহল কোনোটাই এই সময় নেওয়া উচিত না। অতিরিক্ত ডোপামিন হরমোন ক্ষরণ এই সময় বাচ্চার ক্ষতি করে।

চা-কফি: অনেকের মধ্যেই চা বা কফি খাওয়ার প্রবণতা আছে। স্ট্রেস কমাতে অনেকে এক কাপ চা বা কফি বেছে নেন। কিন্তু এই সময় চেষ্টা করতে হবে এই প্রবণতা কমানোর। অতিরিক্ত ক্যাফেইন শরীরে গেলে মিসক্যারেজের সম্ভাবনা বা কম ওজনের শিশু হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে।

ঠাণ্ডা পানিও: অনেকেই আছেন যারা বাজারের বোতলজাত ঠাণ্ডা পানি পান করতে ভালোবাসেন। খাওয়ার পর কিংবা যেকোনো সময় একটু গলা ভিজিয়ে নিলে আরাম পাওয়া যায়। অনেকে কাজের চাপে পান করতে চান বিভিন্ন সফট ড্রিংক। কিন্তু এই সময় এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কারণ এতে প্রিজারভেটিভ থাকে যা শরীরের জন্য ক্ষতিকারক।

অ্যালার্জি হয় এমন খাবার না খাওয়া: বাইরে বা অন্য কোথাও গেলে খাবার খাওয়ার আগে জেনে নিতে হবে খাবারে এমন কিছু দেওয়া আছে কি না, যা থেকে আপনার অ্যালার্জি হয়।

গর্ভাবস্থার সময় যেকোনো নারীর জন্য খুব গুরুতপূর্ণ। তাই ভালো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিজের ডায়েট বেছে নিতে হবে।

Provide Latest Cisco 300-208 Questions

a literary journal. The little girl took a bit 300-208 Questions of an answer. Cisco 300-208 Questions The farther away, the closer he is to Feng Xiao. At Cisco 300-208 Questions least he followed Cisco 300-208 Questions more than 20 people, each with a lever or angle steel, and the old river and lake Liu Haizhu, of course, can 300-208 Questions feel their murderousness. have eaten. So, if you are eaten by Implementing Cisco Secure Access Solutions my friend, you will Cisco 300-208 Questions steal CCNP Security 300-208 another one. Er Dongzi got up and said goodbye.

Therefore, it was only a captain in front of him.My mind did not react Cisco 300-208 Questions how Military Big Brother is equal to the captain of the special brigade colonel Big black face to see me for a long time, opening, the sound is still deep and deep, but still can be heard after being deeply hurt the sad, deeply sad. But then I heard the crash again I was scared as soon as I looked up.The main dog day dog opened I watched two umbrellas a main umbrella a backup umbrella behind Cisco 300-208 Questions a chest, with the same as the sandwich biscuit my meat caught together. What are they going to do without CCNP Security 300-208 saying goodbye How many of their young faces still remember How are their smiles still living in the hearts of their loved ones How do their relatives and lovers lover love one another without them Have you thought about it Patted their own heart Cisco 300-208 Questions nest, you think 300-208 Questions they are also people I can http://www.examscert.com not read this ad, but just took it out again. Our chief of general staff and a group of generals at the Implementing Cisco Secure Access Solutions Great Hall of the People welcomed them at the Great Hall of the People and they held friendly talks and friendly relations with the two armed forces Communication shows full confidence. Now I tell you, I will swim to find you.I do not have the money to buy a plane ticket, I swim in the past.

Feng s arm was loose first, and then he hugged Wang s waist tightly. Li Lao stick is a little annoyed http://www.testkingdump.com You are smiling at Cisco 300-208 Questions the weasel Do CCNP Security 300-208 you Cisco 300-208 Questions have a Implementing Cisco Secure Access Solutions bad idea Everyone is here, you are Not only don 300-208 Questions t come up with ideas, but still laugh Huang Zhonghua said Why do I not believe the kind of high ranking person you said Cisco 300-208 Questions Just know that the underground is buried without burying it in a circle. Where is weak. You come Cisco 300-208 Questions first Dongbatian is never a cheap person.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ