শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গাজীপুরের কাপাসিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখার উদ্বোধন

প্রকাশঃ

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ০৫ আগস্ট ২০১৯ তারিখে গাজীপুরের কাপাসিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ৫৮তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপকবৃন্দ, শাখা ব্যবস্থাপক এবং আমন্ত্রিত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

এনআরবি গ্লোবাল ব্যাংক এবছর ৫টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখা এবং চলমান শাখাগুলোর মধ্যে ১৫টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর মাধ্যমে তাদের কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি ইসলামীক ব্যাংকিং সেবা প্রদান করবে এবং উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ