শুক্রবার, ১১ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশঃ

বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধসহ ১১ দফা দাবিতে গাজীপুর ভোগড়া এলাকায় আলীফ ক্যাজুয়াল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা শুক্রবার কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।

শ্রমিকরা জানায়, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে এ কারখানাটির আংশিক উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল (তিনটি লাইন চালু ছিল)। লকডাউন চলাকালে যে সকল শ্রমিকরা কারখানায় কাজ করতে পারেনি শ্রম আইন অনুযায়ী তাদের বেতনের ৬০ শতাংশ প্রদানের সিদ্ধান্ত দেয়া হয়। আবার এপ্রিল মাসের চেয়ে মে মাসে ৫ শতাংশ বেশি অর্থাৎ ৬৫ শতাংশ হারে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সরকারের ওই সিদ্ধান্ত না মেনে কারখানার আংশিক শ্রমিকদেরকে তাদের মার্চ, এপ্রিল মাসের বেতন পরিশোধ করে। বেতন ভাতা না পেয়ে অবশিষ্ট শ্রমিকরা গত কিছুদিন ধরে তাদের পাওনা মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করায় অসন্তোষ দেখা দেয়। এদিকে কারখানার শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধের পূর্ব নির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। কিন্তু এদিনও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, শুক্রবার সকালে শ্রমিকরা কারখানায় এসে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা এ সময় বকেয়া বেতন ভাতা, টিফিন ভাতা, ওভার টাইম ভাতা, রিজাইনকৃত ভাতা পরিশোধ, মাতৃত্বকালীন ছুটি সহ ১১ দফা দাবি মেনে নেয়ার দাবি জানায়। কর্তৃপক্ষের সাড়া না পেয়ে সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর এসে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। অবরোধের কারণে মহাসড়কের ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, এ সময় পুলিশ আন্দোলনরত শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে পুলিশের মধ্যস্থতায় শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ বৈঠক করেন। বৈঠক শেষে কারখানার মালিক পক্ষ শ্রমিকদের মে মাসের বেতন আগামী ২৮ জুন এবং বকেয়া বেতনসহ শ্রমিকদেও অবশিষ্ট পাওনাদি ১৫ জুলাই তারিখের মধ্যে পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের আন্দোলন কর্মসূচী স্থগিত করে। শ্রমিকরা প্রায় এক ঘণ্টা পর মহাসড়কের অবরোধ তুলে নিলে পুনঃরায় যানবাহন চলাচল শুরু হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ