মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঘন কুয়াশায় ব্যাহত সড়ক ও নৌযান চলাচল

প্রকাশঃ

ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক ও নৌপথে যান চলাচল। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ অন্যান্য নৌযান বন্ধ থাকছে ঘণ্টার পর ঘণ্টা। বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপও বেড়েছে কয়েকগুণ। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়ছেন যাত্রী ও চালকরা।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্ত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া। এই রুট দিয়ে প্রতিদিন যাতায়াত করে ২১টি জেলার কয়েক হাজার মানুষ। তবে গেল দু’তিন দিন ধরে ঘন কুয়াশার কারণে এই রুটে সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

যাত্রী ও চালকদের অভিযোগ, রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটেই প্রতিদিনই আটকা পড়ছে কয়েক’শ যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষা করেই গন্তব্য পৌঁছাতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।

বিআইডব্লিউটিসি জানায়, নদীতে রাতের বেলা কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাত ১০ টার পর থেকেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে সকালে কুয়াশার ঘনত্ব কমে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় গেল কয়েকদিন ধরেই যানবাহনের চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে। তবে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর চারটা থেকেই বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সাড়ে ছয়টা থেকে যান চলাচল শুরু হলেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ