বুধবার, ১৫ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ২৯ জন, ১৪১১৯ জনের টিকা গ্রহণ

প্রকাশঃ

চট্টগ্রাম করোনা আক্রান্তের সংখ্যায় নতুন করে যোগ হয়েছে আরো ২৯ জনের নাম। শনিবার ২৪ ঘন্টায় জেলায় মোট এক হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করে তাদেও শনাক্ত করা হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরের ২৭ জন এবং উপজেলা পর্যায়ে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ হাজার ৮শ ৮৬ জন। তবে এসময়ে মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি।

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনার টিকা প্রদান কার্যক্রমে শনিবার একদিনে টিকা নিয়েছেন ১৪ হাজার ১শ ১৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৭ হাজার ৯শ ৫৩ জন এবং উপজেলায় ৬ হাজার ১শ ৬৬ জন। এখন পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৫১ জন টিকা গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ