সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চট্টগ্রামে এবার বেদে সম্প্রদায়কে দেওয়া হবে অ্যাস্ট্রাজেনেকার টিকা

প্রকাশঃ

চট্টগ্রামে এবার পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়কে করোনার টিকায় আওতায় আনছে স্বাস্থ্য বিভাগ। বেদে সম্প্রদায়কে টিকা দিতে আগামী বৃহস্পতিবার একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ‘আমরা বেদে সম্প্রদায়ের নেতাদের কাছে একটি তালিকা চেয়েছি। তালিকা পাওয়ার পর আগামী বৃহস্পতিবার বিশেষ টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে টিকার আওতায় আনব।’ তিনি আরও জানান, তাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে।

‘তৃতীয় লিঙ্গের সদস্যদের ক্ষেত্রে যেমন হয়েছে, একইভাবে বেদে সম্প্রদায়ের সদস্যদেরও জাতীয় পরিচয়পত্র না থাকলে নাম, বয়স ইত্যাদি উল্লেখের মাধ্যমে তালিকাভুক্ত করে টিকা দেওয়া হবে,’ বলেন ডা. ইলিয়াস।

প্রথম পর্যায়ে বৃহস্পতিবার আনুমানিক ১৫০ জনকে টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ