শনিবার, ৪ঠা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু ৭ জুলাই

প্রকাশঃ

আগামীকাল (৭ জুলাই) রোববার বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দেবে। চট্টগ্রাম থেকে ৪১২ আসনের সুপরিসর উড়োজাহাজ বোয়িং ৭৭৭ দিয়েই এবার সব হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান।

এবার উড়োজাহাজ ও টিকিট সংকট না থাকায় চট্টগ্রাম থেকে হজ যাত্রা আগের চেয়ে নির্বিঘ্ন হবে বলে মনে করছে বাংলাদেশ বিমান ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব)।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) ইমরুল হাসান বলেন, হজযাত্রী পরিবহনে বিমান এবার ১৯টি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এ ছাড়া চট্টগ্রাম-জেদ্দা, চট্টগ্রাম-মদিনা রুটে ১৪ নিয়মিত (শিডিউল) ফ্লাইট আগের মতোই চলবে। এসব ফ্লাইটেও নিয়মিত যাত্রীর বাইরে হজযাত্রী পরিবহন করা হবে।

তিনি বলেন, ‘৩৩টি ফ্লাইটের সব কটি মিলিয়ে আমরা সাড়ে ১০ হাজার হজযাত্রী পরিবহন করব, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সাড়ে ৯ হাজার হজযাত্রীর টিকিট কনফার্ম করা হয়েছে। বাকিগুলো কনফার্ম হচ্ছে। টিকিট ও ফ্লাইট নিয়ে কোনো সংকট নেই। আমরা আশা করছি, শিডিউল ঠিক রেখে নির্বিঘ্নে যাত্রীদের পবিত্র হজে যাওয়া নিশ্চিত হবে।’

সূত্র মতে, চট্টগ্রাম থেকে এবার হজযাত্রীর সংখ্যা ১০ হাজারের বেশি হবে। তবে বিমানের টিকিট নিশ্চিত করার পর চূড়ান্ত হিসাব জানা যাবে। ফ্লাইট নিয়ে সংকট না থাকায় এবার উদ্বিগ্ন নন হজযাত্রীরা। নিশ্চিন্ত হজ এজেন্সিগুলোও। আগামী ৫ আগস্ট চট্টগ্রাম থেকে শেষ হজ ফ্লাইট যাবে সৌদিতে।

New Updated EXIN ITIL Braindumps

Explain it again now that there is Liu Jiuxiang, http://www.passexamcert.com/ITIL.html when we have not ITIL V3 Foundation understood and understood, he ITIL Braindumps has already smiled and nodded there, so Lu Guihua felt that there was no need to talk about it and he did not have to think about EXIN ITIL Braindumps it again. EXIN ITIL Braindumps The security guard reminded me. In this war, he did not even have any positive contact with the morning glory. This extreme expression became an irreparable bottom plate for the Cattle. Any rumors about the disadvantages EXIN ITIL Braindumps that I will be against you, you can t EXIN ITIL Braindumps believe, even if I have actions that are not good Exin Certification ITIL for you, then I will do it for you, and you will be patient for the time being.

When will you, adults will tell you from Zhao.Zeng Guofan thought, had to stand up, the merit book to the table and let go wait for your home, come back to say Zhao adults. Another Gosh haha promised to go out as soon as possible.Zhao Er raised his head at this moment and said Once upon a EXIN ITIL Braindumps time, do you really want to kill this official Zeng Guofan sneer and said Zhao two, do you know this section of church life hate what kind of people Department of church life hate is that kind of forgotten EXIN ITIL Braindumps ancestors Zhao Er, you false people Your so called Of the EXIN ITIL Braindumps Christians are you bought one hundred and two thousand silver, http://www.examscert.com the official by, India letter is your own But you blindly denied that they and foreigners to catch the relationship, no one would dare touch you in the clear Coincidentally, Gosh Ha came with basin salt water. The amount Exin Certification ITIL of grain levy, both inside and outside the bucket.Depend on the EXIN ITIL Braindumps flowers, but also to help the cost, they have to go to rice two bucket. Emperor Xianfeng do not look at ITIL Braindumps Zeng Guofan, said Tseng Kuo fan relied on reading a ITIL V3 Foundation few books of saints, even a lesson from the came.

He turned to the beginning of the article, then wrapped in a red circle with the title is a big train. Sister, EXIN ITIL Braindumps if so, I would EXIN ITIL Braindumps rather abandon this modernization.For this reason, we might as well sell the whole of China, sell the entire nation, be willing to be a colony, http://www.testkingdump.com/ITIL.html be convinced to serve as a slave country, and only half a century will ITIL V3 Foundation enable us to realize its modernization. Now Exin Certification ITIL she secretly blame the small north, did not run into the third phase of courage, see others newly appointed secretary of the party, there is the audacity of the city to build the Paris like cosmopolitan, dare to think more than dare to do She dared to think. Half of Jia Cheng is to comfort his brother half to covet himself, we pay to buy back an award that the law triumphantly, the axiom victory, EXIN ITIL Braindumps no regrets, no regrets, the world has no regret medicine. She lied and drank wine at Rico, but ITIL Braindumps could not sleep.Stay in the store that night curled up to EXIN ITIL Braindumps sleep beside him, like a safe cat, silent swallowing painful life. He enthusiastically cares about his sister.He closely monitors his sister s soul roaming.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ