বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চট্টগ্রাম বন্দরের পণ্যভর্তি ৮১ কনটেইনারের খোঁজনেই

প্রকাশঃ

চট্রগ্রাম বন্দরে অবস্থিত বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসা ৮১টি কনটেইনারের খোঁজ পাচ্ছে না চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্রগ্রাম কাস্টমস ও শুল্ক গোয়েন্দাদের ধারণা, এসব কনটেইনার শুল্ক ফাঁকি দিয়ে জালিয়াতির মাধ্যমে বন্দর থেকে পাচার করা হয়েছে। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে বলছে অন্য কথা, কর্তৃপক্ষ বলছে কনটেইনারগুলো চট্টগ্রাম বন্দরে আসেনি। সংশ্লিষ্ট জাহাজে ফেরত চলে গেছে। তবে এ বিষয়ে সঠিক কোনো তথ্য উপস্থাপন করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।

পণ্যভর্তি কনটেইনারগুলোর অবস্থান নিশ্চিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তদন্ত কমিটির সদস্যরা।

জানা গেছে, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসা ৮১টি কনটেইনার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে পাওয়া যাচ্ছে না। কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের কাছে এসব কনটেইনারের তথ্য চাইলে জানানো হয়, কনটেইনারগুলো ফেরত গেছে। কাস্টমস কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী আমদানি পণ্যের কনটেইনার ফেরত পাঠাতে হলে তা কাস্টমসকে অবশ্যই অবহিত করতে হবে। এ ক্ষেত্রে তা করেনি বন্দর কর্তৃপক্ষ।

সূত্র আরও জানায়, পণ্যবাহী জাহাজ বাংলাদেশের জলসীমায় এলে ইমপোর্ট জেনারেল মেনোফেস্টো (আইজিএম) দাখিল করলে সংশ্লিষ্ট কনটেইনারের তথ্য কাস্টমস ও বন্দর দেখতে পারে। কাস্টমস কর্তৃপক্ষ যাচাই-বাছাই এবং শুল্ক আদায়ের পর চালান খালাসের অনুমতি দেয়। তা দেখে বন্দর কর্তৃপক্ষ পণ্য খালাস করে। কিন্তু এ ক্ষেত্রে বন্দর বলছে, তারা আইজিএমের কপি পায়নি। তাই কনটেইনারগুলো সংশ্লিষ্ট জাহাজে চলে গেছে। কাস্টমসের ভাষ্য হলো- কনটেইনার ফেরত পাঠাতে হলে তা কাস্টমসকে জানাতে হবে।

এদিকে কাস্টমস ও শুল্ক গোয়েন্দার ধারণা, কনটেইনারগুলো জালিয়াতির মাধ্যমে খালাস নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানগুলো জড়িত থাকতে পারে। এসব বিষয় খতিয়ে দেখছে তদন্ত কমিটি। চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার শরিফুল হাসান বলেন, ৮১টি কনটেইনার চট্টগ্রাম বন্দরে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বন্দরকে চিঠি দেওয়া হয়েছে।

তারা জানিয়েছে, সেগুলো ফেরত গেছে। তবে তথ্যের মধ্যে গরমিল পাওয়া যাচ্ছে। তাই কনটেইনারগুলোর অবস্থান শনাক্ত করতে আমরা কাজ করছি। আশা করছি, চলতি সপ্তাহের মধ্যে সুরাহা হবে।

Real Cisco 352-001 Test With The Knowledge And Skills

Everything has no bottom in mind. The group of red guards met this gloomy chestnut surname team at the entrance of the village. Zuo Tao to the CCDE 352-001 secular world. Zuo 352-001 Test Tao hurried to the master The disciple does not 352-001 Test dare to be. That kind of education gave him a view of the way to develop production. The owner said that it was ADVDESIGN Cisco 352-001 Test made with a high tech material that guarantees the skin s Cisco 352-001 Test delicate and smooth skin.

Take this opportunity to open all doors and windows to breathe. In the days when my mother had not died, once everyone was enjoying the coolness in the yard, and the words were saying, the mother in law fell asleep the mother had such a habit and said She fell asleep, and let the people who answered her a little embarrassed but this time, her mother suddenly woke up and climbed up and ADVDESIGN 352-001 Test said to her mother Mother, I just had a dream, dreaming. It s close. So when I play Cisco 352-001 Test on the stage with others and play against you, how can I not be compliant with you Give me a chance to get rid Cisco 352-001 Test of myself and destroy my personality, so you say , you said that the stove is turned CCDE 352-001 down, you said that picking up the dung and picking up Cisco 352-001 Test the dung, you said that the flower will be spent, what do you do, what do I do right away, what role do I play, let me play the role so 10 years down How can we still have conflicts and blushes Of course, when I play other people, I will also have some problems I can t enter the role, but I can t adjust my emotions. White Stone smiled I Cisco 352-001 Test have a bucket of wine, and I have been hiding for a long time.

The boss drank a 352-001 Test ADVDESIGN lot Cisco 352-001 Test of wine, wrapped in a jealousy wrapped around her, saying that he was born to recognize her, last year or the year CCDE 352-001 before last, he seemed to meet Cisco 352-001 Test her, can not remember. over there, Jia Cheng received tea costs are starting to make food for her daughter, but received a small call Sonny. Of course, he also tested 352-001 Test sleek, sleek, sleek, sleek shelling that fell to his side.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ