শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চট্রগ্রামে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়িকা পপি

প্রকাশঃ

শুটিং-এ স্কুটি চালাতে আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বীমা কোম্পানি’র একটি প্রচারণামূলক বিজ্ঞাপনের শুটিংয়ে স্কুটি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় হাতে ও পায়ে বেশ আঘাত পান এই অভিনেত্রী।

খবর পেয়ে যোগাযোগ করা হলে পপি বলেন, বীমা কোম্পানি’র একটি প্রচারণামূলক বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে গতকাল শুক্রবার তিনি চট্টগ্রামে গিয়েছেন। ‘বিজ্ঞাপনের শুটিংয়ে স্কুটি চালানোর একটি দৃশ্য আছে। স্কুটি চালাতে গিয়ে, ব্যালেন্স রাখতে পারিনি। পড়ে গিয়ে হাতে ও পায়ে বেশ আঘাত পেয়েছি। এখন চট্টগ্রামে আছি, ঢাকায় ফিরেই ডাক্তারের কাছে যাবো।’ আগামীকাল রোববার ঢাকায় ফিরবেন তিনি। শুটিংয়ের শেষ মুহূর্তে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানান পপি।

এই বিজ্ঞাপটি নির্মিত হচ্ছে প্লান বি-এর ব্যানারে। এটি নির্মাণ করছেন তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘পপি আপু বেশ সাহসী একজন অভিনেত্রী। শুটিংয়ের সময় তাকে বললাম, আপনি স্কুটি চালাতে পারেন? তিনি জানালেন, তিনি সাইকেল চালাতে পারেন। এরপর তিনি সাহস করে স্কুটিতে চড়ে বসলেন। কিন্তু স্কুটি ঘোরাতে গিয়ে পড়ে যান তিনি।’

বিজ্ঞাপন প্রসঙ্গে তৌহিদুল বলেন, ‘এটি সরকারি প্রচারণামূলক একটি বিজ্ঞাপন। দেশে এখন প্রচুর দুর্ঘটনা ঘটছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে, দেশের মানুষকে বিমা করতে উৎসাহিত করা। এই বিজ্ঞাপনে দেশের মানুষকে সে বার্তাই দেওয়া হবে।’

Cisco 400-101 PDF : CCIE Routing and Switching Written v5.0

Cisco 400-101 PDF Do you want to say that all roads lead to Rome The foundation and object of the 400-101 PDF lie have only become the insignificant support of his creation. But the four link changing machine has started to run wildly, and to the point where CCIE Routing and Switching Written v5.0 his inventor can t control it. When we woke CCIE 400-101 up Cisco 400-101 PDF from the night and yelled at the mother and then peeed into the urinal, we heard the sound of the old Cai to the tractor constantly adding fuel to the tractor. You are from him. For the first time, I know that the adults in the village are wearing no pants in the summer or Cisco 400-101 PDF autumn.

Walking on the street, adults and children know him, he really became famous. This time, I CCIE 400-101 may be making an exception. He feels that even if Dongbatian s legs are not disabled, it may not 400-101 PDF be his opponent. Seeing this two dogs was inspired the central island Cisco 400-101 PDF of 400-101 PDF our city is naturally Cisco 400-101 PDF the city center, and the two biggest forces in the city center are Lu Song and Zhang Haoran. The CCIE Routing and Switching Written v5.0 old five is really scaring the cold.

You promised that I must CCIE 400-101 PDF attend a blind date, otherwise I Cisco 400-101 PDF will not promise you three Cisco 400-101 PDF months. At that time, Niu Wenhai was also superficially obsessed with CCIE 400-101 these compliments. Cisco 400-101 PDF 400-101 PDF After so many years, do you still Cisco 400-101 PDF expect her CCIE Routing and Switching Written v5.0 to take action Anyway, the last thing we do is definitely what we are doing. At this time, Xiao Liuer is also anxious to go to the hospital.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ