মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চলতি বছরে হজ পালন নিয়ে আলোচনার চলছে

প্রকাশঃ

চলতি বছর হজে কতোজন যেতে পারবেন- তা জানতে সৌদি আরবের সঙ্গে আলাপ-আলোচনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সোমবার (২২ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, হজ নিয়ে এখনো সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়নি। কতোজন নিবে এ নিয়ে আমরা আলাপ-আলোচনা করার চেষ্টা করছি। সীমিত পরিসরে লোকজন হজে যেতে পারে। ১০ হাজার জনের মতো যেতে পারে। এর বেশিও হতে পারে। কতো সংখ্যক হজযাত্রী এবার হজে যেতে পারবেন সেটা সৌদি সরকার নিশ্চিত করার পর ধর্ম মন্ত্রণালয় পরবর্তী কার্যক্রম শুরু করবে বলে জানান প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে ষাটোর্ধ্ব কোনো ব্যক্তি হজের সুযোগ পাচ্ছেন না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টি জেনেছি।

তবে সৌদি সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা হয়নি। যদি তারা এমন সিদ্ধান্ত নিয়েই থাকে সেটা মেনেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো। হজযাত্রীদের করোনা টিকা নিয়ে যেতে হবে জানিয়ে নিবন্ধিত সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। গত বছর হজের জন্য নিবন্ধিত ছিলেন প্রায় ৬৫ হাজার হজযাত্রী। তবে তাদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার যাত্রী নিবন্ধনের অর্থ তুলে নিয়েছেন। এখন নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৬১ হাজার ২৩১ জন বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরো জানান, এদের মধ্যে ষাটোর্ধ্ব হজে গমনেচ্ছুর সংখ্যা প্রায় ২১ হাজার। আর ১৮ থেকে ৬০ বছর বয়সীদের সংখ্যা ৪০ হাজার। ধর্ম সচিব মো. নূরুল ইসলাম বলেন, এবার যারা হজে যেতে পারবেন না, তারা চাইলে তাদের নিবন্ধনের অর্থ ফেরত নিতে পারবে। আর না নিলে আগামী বছর তারা অগ্রাধিকার পাবেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ