করপোরেট সিমের তথ্য হালনাগাদের সময় শেষ হচ্ছে এ মাসের (নভেম্বর) ৩০ তারিখে। এজন্য সংশ্লিষ্ট অপারেটরগুলোকে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই করপোরেট সংযোগগুলোর তথ্য হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসি ইতোমধ্যে সব মোবাইল ফোন অপারেটরগুলোকে তাদের করপোরেট গ্রাহকদের তথ্য হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে। নির্দেশিত প্রক্রিয়া অনুযায়ী সব করপোরেট সংযোগের তথ্য হালনাগাদের জন্য বলা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করপোরেট সংযোগের তথ্য হালনাগাদের সময় নভেম্বরের ৩০ তারিখ শেষ হচ্ছে। এর মধ্যে হালনাগাদ না হলে সংশ্লিষ্ট গ্রাহকদের সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হবে।