উপহার হিসেবে চীনা সরকারের দেয়া করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ আজ থেকে শুরু হচ্ছে। চীনের উপহারের এসব টিকা দেয়া হচ্ছে মেডিক্যাল ও নার্সিং শিক্ষার্থীদের। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজের ২৫০ জন শিক্ষার্থীকে এই টিকা দেয়া হবে। অবশ্য এ টিকার প্রায় সব ডোজই অগ্রাধিকার ভিত্তিতে মেডিক্যাল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং টেকনোলজিস্টদের দেয়া হবে।
দেশে করোনা সংক্রমণের পরপর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রয়েছে মেডিক্যাল কলেজগুলোও। কিন্তু, প্রতিনিয়ত করোনার অনিয়ন্ত্রিত সংক্রমণে চিকিৎসক সংকট দেখা দিচ্ছে। সংকট কাটাতে দ্রুত মেডিক্যাল শিক্ষার্থীদের টিকা দিয়ে মেডিক্যাল কলেজগুলো খুলে দেয়ার চিন্তাভাবনা করছে সরকার। চীন থেকে উপহার হিসেবে পাওয়া ৫ লাখ সিনোফার্মের টিকা দেয়ার ক্ষেত্রে তাই অগ্রাধিকার পাচ্ছে মেডিক্যাল ও নার্সিংয়ের শিক্ষার্থীরা।
প্রথম ধাপে মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একাংশকে দেয়া হবে এই টিকা। কয়েকদিন পর্যবেক্ষণ করে বাকি সব মেডিক্যাল ও নার্সিং শিক্ষার্থীদের এই টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে সরকারের।
টিকা দেয়া শেষ হলে মেডিক্যাল ও নার্সিং কলেজগুলো খুলে দেয়া হতে পারে। করোনায় এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার চিকিৎসক। আর করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১৫০ জনের।