বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চীনে বিধ্বস্ত বিমানের আরোহীদের দেহাবশেষ উদ্ধার

প্রকাশঃ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে বোয়িং-৭৩৭ বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বৃহস্পতিবার (২৪ মার্চ) এ কথা জানায়।

এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনা কবলিত স্থানে উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত সোমবার (২১ মার্চ) ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্নের একটি বোয়িং ৭৩৭ বিমান চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানশিতে বিধ্বস্ত হয়। ধারণা করা হয়, ওই ঘটনায় বিমানটির সব যাত্রী মারা গেছেন।

সংবাদ মাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত এলাকা থেকে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানতে ব্ল্যাক বক্সটি বেইজিংয়ে পাঠানো হবে।

আরও পড়ুন : চীনে ১৩২ যাত্রী নিয়ে বোয়িং-৭৩৭ বিমান বিধ্বস্ত

এদিকে নিখোঁজদের সন্ধানে বুধবার ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন স্বজনেরা। এ সময় প্রশাসনের লোকদের উপস্থিতিতে তাদের নিয়ে যেতে দেখা যায়। অধিকাংশ পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলেই মাথা নিচু করে হেটে সামনের দিকে এগিয়ে যেতে দেখা গেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ