শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংকের অর্থায়নে দিনাজপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক উদ্বোধন

প্রকাশঃ

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দেশের প্রত্যন্ত স্থানসমূহ সংরক্ষণের লক্ষ্যে স্মৃতি ফলক নির্মাণে অর্থায়ন করেছে জনতা ব্যাংক লিমিটেড। গত শনিবার ২৬ মার্চ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খয়েরগুনি, দাউদপুর ও মতিহারা স্মৃতি ফলকের শুভ উদ্বোধন করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. এস এম মাহফুজুর রহমান। এ সময় ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, পরিচালক কে এম সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আব্দুল মজিদ ও রুবীনা আমীন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. এস এম মাহফুজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে আমরা কাজ করে যাচ্ছি। দেশের যেসব প্রত্যন্ত অঞ্চলে পাক হানাদার বাহিনী বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল সেসব স্থানগুলো নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে অতিথিরা নবাবগঞ্জে ‘একাত্তর চত্বর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ