শুক্রবার, ১৭ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন

প্রকাশঃ

জনতা ব্যাংক লিমিটেড এর নবনিযুক্ত চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ, এফসিএ এবং ব্যাংকের সিইও এন্ড এমডি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুছ ছালাম আজাদ ০৬/০৯/২০১৯ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি প্রদান সহ মাজার জিয়ারত এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। মাজার জিয়ারতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মাজার জিয়ারত শেষে ড. আহমেদ জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় ফরিদপুর এর শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। তিনি বিভাগীয় প্রধান, এরিয়া প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণের নিকট হতে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অবস্থা অবগত হয়ে ব্যাংকের শ্রেনীকৃত ও খেলাপী ঋন আদায়ে সকলকে তৎপর হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। বিশেষ করে সম্প্রতি জারীকৃত বিআরপিডি সার্কুলার নং০৫ এর আওতায় ঋন পুন:তফসিল ও এককালীন এক্সিট সুবিধা বাস্তবায়ন করে ব্যাংকের শ্রেনীকৃত ঋন একক অংকের ঘরে নামিয়ে আনার জোর তাগিদ প্রদান করেন। এছাড়া আমানত বৃদ্ধি, ভালো ক্ষুদ্র ও মাঝারী ঋনে বিনিয়োগ এবং ফরেন রেমিটেন্স আহরনে সরকারী ইনসেনটিভ প্রদানের বিষয়টি রেমিটেন্সের উপকারভোগীদের নিকট প্রচার করার জন্য জোর তাগিদ প্রদান করেন। সম্মেলনে ব্যাংকের সিইও এন্ড এমডি মো: আব্দুছ ছালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধির জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে ব্যাংকের সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ এফসিএ এসিসিএ এবং কোম্পানী সেক্রেটারী হোসেইন ইয়াহ্ইয়া চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব মো: আহসানউল্লাহ ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ