বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরে শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের শাখা ব্যবস্থাপক সম্মেলন গত বৃহস্পতিবার রাজধানীর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, খেলাপি ঋণ হ্রাসে সবাইকে একযোগে কাজ করতে হবে। যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে খেলাপি ঋণ আদায়ে জোর তৎপরতা অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর ও মোঃ আসাদুজ্জামান এবং সিএফও মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ বক্তব্য রাখেন। বিভাগীয় কার্যালয়ের জিএম ছগীর আহমেদের সভাপতিত্বে আরএমডির জিএম মোঃ রমজান বাহার, সংশ্লিষ্ট নির্বাহী, সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ