সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনপ্রিয় অভিনেত্রী প্রভা বিয়ে সম্পর্কে যা বললেন

প্রকাশঃ

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত নানা কারণে সমালোচনায় থাকলেও, নিয়মিত নিজের কাজ করে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বেশি দিন তাঁর বিয়ে টেকেনি। তবে প্রভার বাগদান সম্পন্ন হয়েছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তাহলে কি সত্যিই ফের ছাদনাতলায় যাচ্ছেন প্রভা?

কিন্তু বিষয়টি অস্বীকার করেছেন অভিনেত্রী তিনি। প্রভার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জীবন এমন কাউকে এখনো খুজে পাইনি। যাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারি। যেসকল সংবাদ মাধ্যম আমরা বাগদানের সংবাদ প্রকাশ করেছেন। আসলেই সেটা সত্য নয়। আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো।’

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেল হিসেবে যাত্রা শুরু করলেও নিজের অন্যান্য কাজ দিয়েও জায়গা করে নিয়েছেন মানুষের মনে। শুধু তার নাটক নয়, তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের রয়েছে প্রবল আগ্রহ। বিশেষ করে প্রভার প্রেম-বিয়ে এসব নিয়ে যেন সবার কৌতূহলের শেষ নেই। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও অভিনয়ে থিতু হয়েছেন তিনি।

লম্বা সময় ধরে অভিনয় করছেন প্রভা। লাস্যময়ী এই অভিনেত্রী সংগীত অঙ্গনেও নিজের নাম লেখিয়েছেন। মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন প্রভা। ভিডিওতে মডেল হয়েছেন প্রভা নিজেই। গানটির জন্য বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ