বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার দুস্থ, অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে মহেশপুর শাখার ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ আব্দর রশিদ খান। উপজেলার মহেশপুর পৌরসভায় ৩০টি, এসবিকে ইউনিয়নে ২০টি, ফতেপুর ইউনিয়নে ২০টি, পান্তাপাড়া ইউনিয়নে ১৫টি, ভৈরবা ইউনিয়নে ১৫টি, নাটিমা ইউনিয়নে ১৫টি, যাদবপুর ইউনিয়নে ১৫টি এবং ৭০টি কম্বল শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাহকের মাধ্যমে সমগ্র এলাকার সহায়-সম্বলহীন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরণের সময় সংশ্লিষ্ট এলাকার সম্মানিত ইউপি চেয়ারম্যানবৃন্দ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট শিক্ষকবৃন্দ, এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের মহেশপুর শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ