বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

টানা ৫ দিনের ছুটি মিলবে একদিন ছুটি নিলে

প্রকাশঃ

টানা ৫ দিনের ছুটি ভোগ করতে পারবেন একদিন ছুটি নিলে। দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী মিলে এ ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য বৃহস্পতিবার ছুটি নিতে হবে।

আগামী ৫ অক্টোবর বুধবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটি। এরপর ৬ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা। কিন্তু এরপর ৭ ও ৮ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি।

৫ থেকে ৯ অক্টোবর মধ্যে ৬ অক্টোবর মাত্র একটি কর্মদিবস। এজন্য কেউ ৬ অক্টোবর ছুটি নিলে টানা পাঁচদিনের ছুটি পেয়ে যাবেন।

টানা ছুটির সুযোগ তৈরি হওয়ায় আগামী বুধ ও বৃহস্পতিবার ঢাকা ছাড়তে রাজধানীর বাস ও রেলস্টেশন, লঞ্চ ঘাটে ভিড় দেখা যেতে পারে।

চলতি বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এরমধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ