রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ট্রান্সফরমার বিস্ফোরণে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রকাশঃ

মালয়েশিয়ায় বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম আনছার মণ্ডল (৪০), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার খামারপাড়া গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার (১১ জুলাই) কারখানায় কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহতের পরিবার জানায়, আনছার মণ্ডল প্রায় ১৫ বছর আগে মালোয়েশিয়া যান। সেখানে তিনি একটি বেসরকারি কম্পানিতে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী দুই ছেলে-মেয়ে নিয়ে গ্রামেই বসবাস করেন।

আনছার মণ্ডলের স্ত্রী জোস্না বেগম বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জন করা মানুষটি মারা গেলেন। তাঁর লাশ কবে পাব, এখনো জানি না। আমরা এখন কিভাবে চলব?’ স্বামীর লাশ দেশে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন জোস্না বেগম।

শেয়ার করুনঃ
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ