শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ডেসকোর গ্রাহকদের জন্য ইন্টিগ্রেটেড ভেন্ডিং স্টেশন উদ্বোধন করলো সাউথইস্ট ব্যাংক

প্রকাশঃ

ডেসকোর গ্রাহকদের প্রিপেইড মিটার রিচার্জ সেবা প্রদান করার লক্ষ্যে ভেন্ডিং স্টেশন উদ্বোধন করলো সাউথইস্ট ব্যাংক লিমিটেড। সাউথইস্ট ব্যাংকের এই সেবার মাধ্যমে এখন থেকে ডেসকোর গ্রাহকরা দিনে রাতের যে কোন সময়ে প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন। ইতিমধ্যে ব্যাংক ডেসকোর বিভিন্ন সার্ভিস এলাকায় ১৭ টি ভেন্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে পাইলট প্রকল্পটি শুরু করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) চেয়ারম্যান এবং অতিরিক্ত সচিব মাকসুদা খাতুন এবং ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক, বিগ্রেডিয়ার জেনারেল মোঃ শহীদ সারওয়ার, এন ডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ