শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদান

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার মার্কেন্টাইল ব্যাংকের নবাবগঞ্জ শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক তানভীর আহমেদ খান প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা হাবিবুর রহমান খান, ডাঃ সৈয়দ নাসরুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু ও থিয়েটার পরিচালক হুমায়ুন কবির। অতিথিবৃন্দ কৃষক প্রতিনিধি মোঃ আসলাম খান ও মোঃ দিদার হোসেনের কাছে পাওয়ার টিলার মেশিন হস্তান্তর করেন। এসময় মার্কেন্টাইল ব্যাংকের এফএভিপি ও নবাবগঞ্জ শাখা প্রধান এস. এম. মহিউদ্দিন, নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ